‘নৌকায় ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে দিবো না’

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  10:48 PM, 02 November 2021

‘নৌকায় ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে দিবো না’

নির্বাচনে কেও নৌকায় ভোট না দিলে তাদের কবরস্থানে জায়গা দেওয়া হবে না, মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম।

সোমবার (০২ নভেম্বর) রাতে হলদিয়া পালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ হুমকি দেন। উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী শাহ আলম সোমবার রাতে ৯ নং ওয়ার্ডে মনির মার্কেট এলাকায় প্রচারণা অফিস উদ্বোধন করেন।

এ সময় চেয়ারম্যান প্রার্থী শাহ আলম বলেন, যারা যারা নৌকায় ভোট দেবে না তাদের চিহ্নিত করা হবে। তাদের কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না।

স্থানীয় কবরস্থানটিকে নিজেদের পারিবারিক কবরস্থান দাবি করে এই চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, এটা আমার কবরস্থান। যারা ভোট দেবে না তাদের চৌধুরীপাড়ায় নিয়ে কবর দিতে হবে। তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না

আপনার মতামত লিখুন :