বরিশালের সেই মাকে ডিসির অনুদান
বরিশালের সেই মাকে ডিসির অনুদান
বরিশালে ভরণপোষণ না দেয়ায় সন্তানের বিরুদ্ধে মামলা করা সেই অসুস্থ বৃদ্ধা মাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বদ্যপাড়ায় বৃদ্ধা জাহানূর বেগমের ভাড়া বাসায় গিয়ে তার সাথে দেখা করেন জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার।
৪ সন্তানের মধ্যে ২ সন্তান ভরণপোষণ না দেয়ার অভিযোগ এনে গত ২৮ অক্টোবর জাহানূর বেগমের পক্ষে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়। অসুস্থতার জন্য তিনি আদালতে আসতে না পারায় আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ নিজে তার বাসায় গিয়ে জবানবন্দি গ্রহণ করে মামলা আমলে নেন এবং ওই দুই সন্তানের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। পরদিন ২৯ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রতিবেদন চ্যানেল টোয়েন্টিফোরে প্রচার করা হয়।
আজ জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার অসুস্থ জাহানূর বেগমের বড় সন্তান সবুর হাওলাদার ও ছোট মেয়ে সাহিদা আক্তারের কাছে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। একই সাথে তার সম্পত্তি বিক্রি নিয়ে অন্যান্য সন্তানের সাথে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পরে সমাজসেবা অধিদপ্তরের জটিল রোগে সহায়তা কর্মসূচির আওতায় ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন