তালতলীতে সড়ক দখল করে ভাসমান দোকান

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  11:29 PM, 31 October 2021

তালতলী প্রতিনিধিঃবরগুনার তালতলী বাস স্ট্যান্ড থেকে উজ্জ্বল চত্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার মহাসড়কের দুইপাশ দখল করে শাকসবজি ফলমূল নিয়ে বসে আছেন বিক্রেতারা। ক্রেতারাও ঝুঁকি নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে পণ্য কিনছেন।এতে যানবাহন চলতে না পারায় সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। অপরদিকে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। রোববার তালতলী সদর উপজেলার বাস স্ট্যান্ড থেকে উজ্জ্বল চত্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে এমন দৃশ্যের দেখা মেলে।সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দুইপাশ ও তালতলী মাধ্যমিক বিদ্যালয় সড়কটি দখল করে বসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

মহাসড়ক ও বিদ্যালয় সড়কের পাশে এভাবে দোকানপাট বসানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অনেকটা অচল হয়ে পড়েছে এলাকা, শিক্ষার্থীদের যাতায়াতেও বিঘ্ন ঘটছে।বাজার করতে আসা স্থানীয় বাসিন্দা মো. মজিদ বলেন, সপ্তাহে প্রতি রবিবার তালতলী সদরে হাট-বাজার বসে। আর হাট-বাজার ঘিরে রাস্তার দুই পাশে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট বসিয়ে ব্যবসা করেন। অটো রিকশা, নসিমন, মিশুক ও চার চাকার বড় গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে।এ কারণে রোববার দিন তালতলী সদরে তীব্র যানজটের সৃষ্টি হয়। হাঁটাচলারও উপায় থাকে না। এভাবে বাজার বসানোর কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এর স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে রবিবার তালতলী সদরের হাট বাজার বসে ওই স্থানে। একারণে হাটের দিনে মহাসড়ক অচল হয়ে যায়। যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়া দুষ্কর হয়ে পড়ছে। এছাড়াও সপ্তাহের বাকি দিনগুলোতে সড়কের উপর বিভিন্ন বড় আকৃতির যানবাহন রেখে সড়ক সরু করে ফেলা হচ্ছে।সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা বলেন, বাজারের দিন হের লইগ্যা বাজারে আইলাম তরকারি আর ঔষধ কিনতে। বাজারের দিন এত যানজট দাঁড়িয়ে শ্বাস নেওয়া যায় না।

পথচারী মো. বাবুল বলেন, ফুটপাতের দুই পাশে প্রতি রবিবার ভাসমান দোকানিরা মালপত্র নিয়ে এসে বিক্রি করেন।রাস্তার দুইপাশে এভাবে হাট-বাজার বসানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই পথ দিয়ে চলাচল করাও কষ্ট হয়ে পড়ে। তবুও কি করার প্রয়োজনের তাগিদে এই পথ দিয়ে চলাচল তো করতেই হবে।অটো রিকশা চালক মোঃ শরিফুল ইসলাম বলেন, আমরা এই যানজট সৃষ্টি করি না। যাত্রীরা কাঁচাবাজার কিনতে আসার সময় আমাদের পাশে দাঁড় করিয়ে তরকারি কিনে। যার কারণে যানজটের সৃষ্টি হয়। প্রতি রবিবার এইরকমই যানজটের সৃষ্টি হয়। তাছাড়া সড়কের দুই পাশ থেকে এসব দোকান সরিয়ে দিলেই সমস্যার সমাধান হয়।সাকিল, রাজু, মিলনসহ একাধিক সবজি বিক্রেতা বলেন, দীর্ঘদিন ধরে তালতলী সদরের রাস্তার উপরে সাপ্তাহিক হাটে দোকান বসানো হয়।

মহাসড়কে দোকান বসানো অনেক ঝুঁকিপূর্ণ তারপরও জায়গা না পেয়ে বাধ্য হয়ে বসতে হয়।তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মো. রেজবি উল কবীর বলেন, রাস্তার উপর মহাসড়কে দোকানপাট বসানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। অন্যদিকে যারা দোকান নিয়ে বসেন তাদের উপর যদি গাড়ি উঠিয়ে দেয় তাহলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।তালতলীর ইউএনও কাওসার হোসেন বলেন, এ বিষয়ে উপজেলা আইন শৃংখলা মিটিংয়ে আলোচনা হয়েছে। স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধি নিয়ে এ সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :