নগরীর ধান গবেষণা রোডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃবরিশাল নগরীর ধান গবেষণা রোডে রহস্যজনক ভাবে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃত ওই গৃহবধূর নাম জেসমিন আক্তার (২২)। ধান গবেষণা রোডে রড মিস্ত্রী স্বামী মানিক হাওলাদারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতো জেসমিন।
শনিবার রাত আনুমানিক সাড়ে তিনটায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে। পরে জেসমিনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধান গবেষণা রোডে রড মিস্ত্রী স্বামী স্বামী মানিক হাওলাদারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করলেও জেসমিনের গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধলে।
তার বাবার নাম মন্নান তালুকদার।মৃত জেসমিনের মা মোসাম্মত মুকুল বেগম বলেন, আমার মেয়ে মানসিক রোগে আক্রান্ত ছিল। যে কারনে শনিবার গভীর রাতে স্বামীর ঘরে বসে আত্মহত্যা করে।এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্য মোঃ সফিক বলেন, আত্মহত্যার বিষয়টি রহস্যে ঘেরা। যে কারনে ময়নাতদন্ত শেষে জেসমিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জেসমিনের লাশ এখন মর্গে রয়েছে।