হিজলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেস্টা

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের শংকর পাশা গ্রামে গরুর ঘাস কাটতে গিয়ে ধর্ষনের চেস্টা করা হয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া (৯) কে , মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে আসামী পলাতক।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় ঐ শিশু বরিশালের হিজলা উপজেলা হিজলা গৌরবদী ইউনিয়নের শংকর পাশা গ্রামের সাদ্দাম হোসেন রাড়ির মেয়ে,সে হাসান মাহমুদ সঃ প্রাঃ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী, ঘটনার দিন গত (২৮ অক্টোবর) বুধবার তারিখ বিকাল ৩টার দিকে তার বাড়ির পশ্চিম পাশের ধান ক্ষেতের আইলে গরুর জন্য ঘাস কাটতে গেলে প্রতিবেশী মোঃ দিনইসলাম( ৩৩) পিতা ইদ্রিশ মাঝী গ্রাম শংকরপাশা তাকে একা পেয়ে জোর করে কোলে তুলে ধান ক্ষেতের ভিতর নিয়ে ধর্ষনের চেস্টা করলে মেয়েটির চিৎকারে তার ভাই চলে আসে এবং ধর্ষনের চেস্টাকারি পালিয়ে যায়। এ বেপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভুগি শিশুর পরিবার।