বরিশালের সাংবাদিকরা সৎ -রেঞ্জ ডিআইজি

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  11:08 PM, 31 October 2021

নিজস্ব প্রতিবেদকঃ আধুনিক ও গতিশীল পুলিশিং সেবা নিশ্চিতে দৈনন্দিন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে মনিটরিং করার উদ্যোগ নিয়েছে বরিশাল রেঞ্জ পুলিশ। সে লক্ষ্যে নিজস্ব মেধাবী জনবল ও অর্থায়নে গঠন করেছেন আইটি প্যানেল। এই পদ্ধতিতে একদিকে তৈরি হয়েছে গতিসম্পন্ন আধুনিক পুলিশিং সিষ্টেম। এর সাথে উঠে এসেছে বরিশালের সাংবাদিকদের সততার দালিলিক তথ্য প্রমান।

রোববার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইনস গ্রাটিচিউড হলে “সাংবাদিকদের সাথে আমরা” ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, অটোমেটেড রিপোটিং ও মনিটরিং ব্যবস্থায় পাবলিক রিলেশন অফিসার, কুইক রেসপনস সার্ভিস,মাদক,অপমৃত্যু,নারী ও শিশু হেল্প ডেক্স ,মামলা ও ওয়ারেন্টসহ ৭টি ড্যাশবোর্ড করা হয়েছে। এতে করে জনসাধারন’র সেবা দ্রুত নিশ্চিত হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে এসেছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিসম্পন্ন আধুনিক পুলিশিং সিষ্টেম। এ ছাড়াও ওয়াটস এ্যাপ’র মাধ্যমে কর্মকর্তাদের তাৎক্ষনিক মনিটরিং’র মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এসময় তিনি সাংবাদিকদের সুখকর একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেন।

সেখানে তিনি উল্লেখ করেন, আধুনিক পুলিশের কার্যক্রম উন্নয়নে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ কাটিং করে আমরা রেঞ্জ পুলিশ’র পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। গেল পহেলা অগাষ্ট থেকে ২৫ সেপ্টেম্বর-২০২১ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে বরিশালে ঘটে যাওয়া ২৫৮টি প্রকাশিত সংবাদ মার্কিং করে তদন্ত পূর্বক ব্যবস্থা নিয়েছি। তবে প্রকাশিত সবগুলো সংবাদ সত্য ছিলো। এতে বরিশালের সাংবাদিকরা সৎ প্রমাণিত হয় বলে তথ্য দেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।তিনি আরও বলেন, সংবাদপত্র আমাদের আয়না ভালো কাজ করলে অবশ্যই সফলতা আসবেই।আমরা একটা ওয়েবসাইট চালু করেছি যাতে করে বরিশাল বিভাগের তথা ৬ জেলায় বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরে সংবাদকর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করতে পারি।

এসময় উপস্থিত সাংবাদিকরা আবেগ আনন্দের ভাষায় ডিআইজিকে ধন্যবাদ জানান। সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান,অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, পুলিশ সুপার মো মারুফ হোসেন, পুলিশ সুপার(রেঞ্জ অফিস )নুরুল আমিন,পুলিশ সুপার(ইনসার্ভিস ট্রেনিং সেন্টার )মোঃ মহিবুল্লাহ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস,সাধারণ সম্পাদক মিঠুন সাহা, বরিশাল টেলিভিশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন সহ বিভিন্ন পত্রিকার প্রকাষক ও সম্পাদক সহ অনলাইন সংবাদকর্মিরা।

আপনার মতামত লিখুন :