বানারীপাড়ায় আ.লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ

বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিময়-দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধাকে বাদ দিয়ে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধাকে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে দলীয় নির্দেশ উপেক্ষা করে মনোনয়নবঞ্চিত কয়েক নেতা ওই প্রার্থীর বিপক্ষে দুজন নেতাকে স্বতন্ত্র প্রার্থী করে মাঠে নামিয়েছেন।এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের কাছে ১০ নেতার বিরুদ্ধে রেজুলেশন আকারে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান মিঠু ঘরামীসহ একাধিক নেতা উপজেলা আওয়ামী লীগের কাছে এ অভিযোগ করেন।অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা জানিয়েছেন।উপজেলা নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান বুধবার আনুষ্ঠানিকভাবে সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেন।
এর পর থেকে প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন মৃধার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে প্রচারাণা চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক মাস্টার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আব্দুর রহিম।এরা দুজনই শেষ পর্যন্ত মাঠে থেকে নির্বাচন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এ নিয়ে ওই ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিভাজনের সৃষ্টি হয়েছে।
এছাড়া ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী মো. কবির হোসেন হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।উপজেলা নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান জানান, ১১ নভেম্বর সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৯টি ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়াও তিনি সব প্রার্থীকে সহ-অবস্থানে থেকে ও আচরণবিধি মেনে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।