বরগুনা পৌরসভার এক ঘণ্টার মেয়র রূপা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  10:55 PM, 30 October 2021

বরগুনা প্রতিনিধিঃএক ঘণ্টার জন্য বরগুনা পৌরসভার মেয়র মো. কামরুল আহসান মহারাজের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন করেন উম্মে হাবিবা রূপা নামে এক স্কুলছাত্রী।শনিবার দুপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সিবিডিপির উদ্যোগে ‘বাংলাদেশ গার্লস টেকওভার’ কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) বরগুনা জেলা শাখা।

বরগুনা পৌরসভার অফিসিয়াল কভার ফাইলের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান মেয়র মো. কামরুল আহসান মহারাজ ও দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) বরগুনা জেলা শাখার চাইল্ড পার্লামেন্টের সদস্য ও বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রূপা।এ সময় শিশু উম্মে হাবিবা রূপা বলেন, বরগুনা পৌরসভাকে সব শিশুর জন্য সুরক্ষিত রাখব। বাল্যবিয়ে প্রতিরোধে শিশু, যুব, স্থানীয় প্রশাসন, সাংবাদিক এবং এলাকার সর্বস্তরের নাগরিকের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তুলব।

শিশুদের বিকাশে বরগুনা পৌরসভায় একটি শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করব। এছাড়াও বরগুনা পৌরসভাকে নারী ও শিশুর জন্য নিরাপদ ও যৌন হয়রানি বা নির্যাতন এবং বৈষম্যহীন একটি শহর হিসেবে গড়ে তুলতে তিনি কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন।পৌর মেয়র মো. কামরুল আহসান মহারাজ বলেন, নারীদের বা আমাদের কন্যাদের একটু বেশি সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে। তাদের সুযোগ দেওয়া প্রয়োজন।এ বিষযে উন্নয়ন সংগঠন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, প্রতীকী এ অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের জীবনবোধ, মূল্যবোধ এবং দেশাত্মবোধের উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এনসিটিএফ। আর এসব কর্মসূচি বাস্তবায়নে প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এনসিটিএফকে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে স্থানীয় উন্নয়ন সংগঠন সিবিডিপি।

আপনার মতামত লিখুন :