নাগরিকদের বন্ধু হতে হবে পুলিশকে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
পিরোজপুর প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, পুলিশ বাহিনীতে পরিবর্তনের যে ধারা সূচিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে। পুলিশকে হতে হবে দেশের নাগরিকদের প্রকৃত বন্ধু। শনিবার দুপুরে পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালন উপলক্ষে জেলা পুলিশ লাইন অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা কঠিন প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে পুলিশ অফিসার হচ্ছেন এবং পুলিশ বাহিনীকে একটি সময়োপযোগী ও যুগোপযোগী সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করছেন।তিনি বলেন, উপমহাদেশের স্বর্ণালী অধ্যায় হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অবিস্মরণীয় অগ্রযাত্রা। পুলিশ বাহিনীকে একটি আধুনিক বাহিনীতে রূপান্তরের জন্য তিনি সব ধরনের লজিষ্টিক সহায়তা করে একটি ইনিষ্টিটিউশনে পরিণত করেছেন।পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (বিপিএম বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়াল, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক
নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমান, মঠবাড়িয়া পৌরসভার মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবীর, পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবুল কালাম আজাদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু প্রমুখ।অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হিসেবে নাজিরপুর থানার এসআই আনিসুর রহমান এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে মঠবাড়িয়া উপজেলার সমাজসেবক আরিফ উল হককে ক্রেষ্ট ও আইজিপি’র স্বাক্ষরিত প্রশংসাপত্র দেওয়া হয়।