উদীচী’র ৫৩ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  12:55 AM, 30 October 2021

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ অক্টোবর) দিবসটি পালন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়া আবৃত্তি এবং গীতিআলেক্ষ্য-ইতিহাস কথা কও পরিবেশিত হয়েছে।

‘নৈ:শব্দ্য ভেঙে জেগে ওঠো দ্রোহে’’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাবিদ ও সংগঠক গুণীজন রাবেয়া খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধিত গুণীজন রাবেয়া খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, সাবেক সভাপতি বিশ্বজিৎ দাস মুন্সি, সংস্কৃতিজন কাজল ঘোষ প্রমুখ।

আপনার মতামত লিখুন :