বরিশালে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীতে রোগীকে সেবা দিতে গিয়ে মোটরসাইকেল ও ব্যাটারীচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন সেবিকা নিহত হয়েছেন। সিঅ্যান্ডবি পোল এলাকার সড়ক অতিক্রম করার সময় সোমবার দিনগত সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত পপি আক্তার (২৮) নগরীর বেসরকারী রাহাত-আনোয়ার হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত ছিলেন। ঝালকাঠির নবগ্রাম রোডের বাসিন্দা পপি আক্তার চাকরীর জন্য বরিশাল নগরীর ব্যাপ্টিষ্ট মিশন রোডের একটি ভাড়াবাড়িতে বাস করতেন।
বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, পপি আক্তার মোটরসাইকেলযোগে একজন শয্যাশায়ী রোগীকে সেবা প্রদানের জন্য রওনা দেন। তাকে বহনকরা মোটরসাইকেলটি সিঅ্যান্ডবি পোল এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।