রহমতপুরের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নৌকা প্রতীকের প্রার্থী মিলন মৃধা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  08:21 PM, 26 October 2021

বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের পশ্চিম ক্ষুদ্রকাঠী এলাকার ৫ টি বসত বাড়ী, একটি মসজি ও ঈদগাহ ময়দান সুগন্ধা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে।মঙ্গলবার রহমতপুর ইপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন ওই নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেয়।

এর আগে তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন।
পরিদর্শন কালে মিলন মৃধা নদী ভাঙন রোধে কার্যকারি ভুমিকা রাখার আশ্বাস দিয়ে বলেন, বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। নৌকায় ভোট দিলে সেই এলাকার উন্নয়ন হবেই। আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী।

বাবুগঞ্জ আওয়ামীলীগ নদী ভাঙনীদের পাশে থাকবে এবং ছিলো। আশা করছি নির্বাচনের আগেই নদী ভাঙন রোধে কাজ শুরু করবে পানি উন্নয়ন বোর্ড। এই এলাকার নদী ভাঙনের ভয়াবহতার কথা আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর কাছে বলেছি। আশাকরি এই এলাকায় শিঘ্রই কাজ শিরু হবে।

আপনার মতামত লিখুন :