আগৈলঝাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলছে পাঁচ ইউপি চেয়াম্যান

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  08:05 PM, 26 October 2021

আগৈলঝাড়া প্রতিনিধিঃ ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল অনুসারে মনোনয়নপত্র প্রত্যাহারে শেষদিন ছিলো ২৬ অক্টোবর মঙ্গলবার। এই শেষ দিনে ৭ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ঐ ৫টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যানরা। মনোনয়নপ্রত্র জমাদানের শেষদিনে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৭ অক্টোবর চেয়াম্যান পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগৈলঝাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদউল্যাহ জানিয়েছেন, আগৈলঝাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নে ১৭ অক্টোবর মনোনয়নপ্রত্র জমাদানের শেষদিনে চেয়াম্যান পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন, আওয়ামী লীগ দলীয় মনোনিত নৌকা মার্ক প্রার্থী রাজিহার ইউনিয়নে ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বিপুল দাস, বাগধা ইউনিয়নে আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নে শফিকুল হোসেন টিটু ও রত্নপুর ইউনিয়নে গোলাম মোস্তফা সরদার। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার পাঁচ ইউনিয়নের মনোনিত প্রার্থী মাওলা জাকারিয়া বখতিয়ার, আ:কাদের মিয়া, মো.ইখতিয়ার হাওলাদার, খলিরুর রহমান ও জাহাঙ্গীর হেসেন ব্যাপারী। গৈলা ইউনিয়নে স্বতন্ত প্রার্থী মো.মাহামুদুল ইসলাম ও বাকাল ইউনিয়নে স্বতন্ত প্রার্থী মো.আজিজুর রহমান বালী।

২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিনে ৭জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার পাঁচ ইউনিয়নের মনোনিত প্রার্থী মাওলা জাকারিয়া বখতিয়ার, আ:কাদের মিয়া, মো.ইখতিয়ার হাওলাদার, খলিরুর রহমান ও জাহাঙ্গীর হেসেন ব্যাপারী। গৈলা ইউনিয়নে স্বতন্ত প্রার্থী মো. মাহামুদুল ইসলাম ও বাকাল ইউনিয়নে স্বতন্ত প্রার্থী মো.আজিজুর রহমান বালী।
আগৈলঝাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোনিত নৌকা মার্ক প্রার্থী ছাড়া অন্যকোন প্রার্থী না থাকায় পাঁচটি ইউনিয়নে নৌকা মার্ক প্রাথীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলছে।

আপনার মতামত লিখুন :