বরিশালে মোটর সাইকেল ছাড়াতে গিয়ে আটক ভুয়া সাংবাদিক
বরিশালে মোটর সাইকেল ছাড়াতে গিয়ে আটক ভুয়া সাংবাদিক
আটককৃত শুভ
বরিশালে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের কার্যালয় থেকে তাকে আটক করা হয় ।
আটকৃত বিশ্বজিৎ কর্মকার ওরফে মো. মুজাহিদ শুভ বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।সে নিজেকে বেসরকারি টেলিভিশন সময় টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. খলিলুর রহমান ।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে বিশ্বজিৎ কর্মকার ওরফে মুজাহিদ শুভ আটককৃত একটি মোটর সাইকেল ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করেন। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে পরিচয়পত্র দেখাতে বলা হয়। পুলিশের জেরার মুখে এক পর্যায়ে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয় শুভ ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. খলিলুর রহমান জানান, আমাদের প্রথম থেকেই মুজাহিদ শুভর উপর সন্দেহ হয়। তিনি মটরসাইকেলটি ছাড়িয়ে দেবার কথা বলে মটরসাইকেলের মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা গ্রহন করেন। কিন্তু আমাদের কাগজপত্র যাচাই বাছাইতে দেড় মাস সময় লাগে। কিন্তু দিন দিন তার আচরন সন্দেহ জনক হওয়াতে আমারা তাকে জেরা করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপারাধ স্বীকার করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।