ববিতে গুচ্ছ পদ্ধতিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
ববি প্রতিনিধিঃ গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় শুরু হয়ে পরীক্ষাটি চলে ১টা পর্যন্ত। পরীক্ষাটিতে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৩ জন পরীক্ষার্থীর আসন ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করেছে।গুচ্ছ পদ্ধতিকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবার কথা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।