বরিশালে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০৯ জন অনুপস্থিত

ববি প্রতিনিধিঃ বরিশালে সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর ড. মো. খোরশেদ আলম ।
তিনি জানান,‘ঘ’ ইউনিটের পরীক্ষায় বরিশাল বিভাগে পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্র।তিনি আরও জানান,আজ ‘ঘ’ ইউনিটে বরিশালে ৩ হাজার ১৩ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিলো। যারমধ্যে ২ হাজার ১০৪ জন অংশগ্রহন করেন এবং ৯০৯ জন অনুপস্থিত ছিলেন।সেই হিসেবে উপস্থিতির হার ছিলো ৬৯ দশমিক ৮৩ শতাংশ।
আজও বিগত দিনের মতো পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোঃ ছাদেকুল আরেফিন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।এসময় তিনি বলেন, কোন ধরণের সমস্যা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।