নিখোঁজের দুদিন পরে মেঘনায় কোস্টগার্ড সদস্যের মরদেহ উদ্ধার

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  12:38 AM, 22 October 2021

নিখোঁজের দুদিন পরে মেঘনায় কোস্টগার্ড সদস্যের মরদেহ উদ্ধার
মেঘনা নদীতে নিখোঁজ হওয়া কোস্ট গার্ডের নাবিক পারভেজের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশালের মেঘনা নদীতে নিখোঁজ হওয়া কোস্ট গার্ডের নাবিক পারভেজের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পরে বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার হিরানাথপুর সংলগ্ন মেঘনা নদীতে থেকে মরদেহটি উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা।

এর আগে গত মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে মা ইলিশ রক্ষায় অভিযানে বের হয়ে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন কোস্টগার্ড সদস্য পারভেজ।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের দুটি টিম নদীতে অভিযান পরিচালনা করছিল। হঠাৎ করে ভোর রাত ৫টার দিকে চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে দুটি আভিযানিক বোর্টের মধ্যে ধাক্কা লাগে। এসময় কোস্টগার্ডের নাবিক পারভেজ নদীতে পড়ে নিখোঁজ হন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস.এম তাহসিন রহমান জানান, ব্যাপক তল্লাশী চালিয়ে কোস্টগার্ড সদস্য পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :