বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী
বরিশালে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে। ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে।
২০ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর কাশিপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক আলম হোসেন, ইমাম প্রশিক্ষণ একাডেমির সহকারী পরিচালক আসমা আক্তার, ফাউন্ডেশনের ফিল্ড অফিসার রেজা মো. মহসিন সহ ইমাম-মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ঈদে মিলাদুন্নবী (সা.) এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
পরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। পরে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।