পটুয়াখালী প্রেসক্লাব সাংবাদিকদের ল্যাপটপ বিতরণ
পটুয়াখালী প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান মোহন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত প্রমুখ।
মতবিনিময় সভা শেষে পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও টেলিভিশনে কর্মরত মোট ৩২ জন সদস্যের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।