বাবুগঞ্জে দোকান ঘরসহ সম্পত্তি দখলের চেষ্টায় হামলা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  07:53 PM, 19 October 2021

নিজস্ব প্রতিবেদকঃবরিশালের বাবুগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এক হিন্দু পরিবারের দোকান ঘরসহ বসত বাড়ির সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন প্রভাবশালী এক স্বর্ণব্যবসায়ী। এমনকি আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হিন্দু পরিবারকে উচ্ছেদ করতে তিনি হামলা চালিয়ে মঙ্গলবার মহিলাসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানাযায়, বাবুগঞ্জ বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মহাদেব চন্দ্র পালের বসত বাড়ির সামনের দোকানঘরসহ ৮৫ শতাংশ সম্পত্তি প্রায় কয়েকশ’ বছর ধরে তার পরিবারের সদস্যরা ভোগদখল করে আসছেন। মহাদেব চন্দ্র পালসহ তার ৩ ভাইয়ের নামে পৈত্রিক সূত্রে রেকর্ডকৃত এবং বাউন্ডারি ওয়াল করা ওই সম্পত্তি সম্প্রতি দখল করতে আসেন বাবুগঞ্জ বন্দরের প্রভাবশালী ব্যবসায়ী বাদশানলী। বাদশানলীর বাড়ি রাজ গুরু গ্রামে হলেও বাবুগঞ্জ বন্দরের প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে তার জুয়েলারি এবং টিনের আড়ত রয়েছে।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মহাদেব চন্দ্র পালের মেজ ভাই সুভাষ চন্দ্র পাল জানান, কয়েকশ’ বছরের পুরোনো তাদের পূর্ব পুরুষের বাউন্ডারি দেওয়া ৮৫ শতাংশের বসতবাড়ির সীমানাপ্ রাচীরের ভেতরে থাকা একটি দোকান ঘরসহ বাড়ির সামনের কিছু সম্পত্তি দখলের জন্য সম্প্রতি মরিয়া হয়ে ওঠেন ভূমিদস্যু নামে পরিচিত বাবুগঞ্জ বন্দরের প্রভাবশালী ব্যবসায়ী বাদশানলী। তিনি বেশ কিছু দিন ধরেই ওই দোকান ঘরসহ তাদের বাড়ির ভেতরের ৪ শতাংশ জমি বিক্রির জন্য চাপ প্রয়োগ এবং জবর দখল করার জন্য বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিলেন। রেকর্ডিয় ওই পৈত্রিক সম্পত্তি বেদখল হওয়ার ভয়ে কয়েকদিন আগে অরুণ চন্দ্র পাল তাদের জমিতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্থিতাবস্থার আদেশ চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং বাবুগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয়ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বীর মুক্তিযোদ্ধা মহাদেব চন্দ্র পালের ছোট ভাই অরুণ চন্দ্র পাল বলেন, আমার দায়ের করা মামলায় আদালত ১৪৪ ধারা জারি করলে এতে বাদশানলী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মঙ্গলবার লাঠি সোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালান। এসময় তার এলোপাতাড়ি মারপিটে আমার স্ত্রী শান্তনা পাল (৪৮) এবং আমার দোকানের দুই কর্মচারী কমল (২৮) ও শুভ (২৪) আহত হন। মারপিটের সময় বাদশানলী আমাদের মালাউনের বাচ্চা বলে গালাগালি দিয়েব সতবাড়িসহ সবাইকে পুড়িয়ে মারার হুমকি দেন বলে অভিযোগ করেন অরুণ চন্দ্র পাল।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বাদশানলী মুঠো ফোনে বলেন, আমি ৩.৭৫ শতাংশ জমি তাদের এক ওয়ারিশের কাছ থেকে কিনেছি। আমার কেনা জমি আমি দখল নিতে গেলে তারা আমাকে বাঁধা দেয়। তাই একটু কথাকাটাকাটি হয়েছে। হিন্দু বাড়ির বাউন্ডারির মধ্যের জমি মুসলিম হয়ে আপনি কেন কিনতে গেলেন-এমন প্রশ্নের তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তাছাড়া তার বক্তব্যের স্বপক্ষেও তিনি কোনো দলিলপত্র দেখাতে পারেননি।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বংশ পরম্পরায় ওই সম্পত্তি বীর মুক্তিযোদ্ধা মহাদেব চন্দ্র পালের পরিবারের সদস্যরা ভোগ দখল করে আসছেন। জমির হালনাগাদ কাগজপত্র এবং নামজারি রেকর্ডসহ সব কিছু তাদের নামে রয়েছে। অভিযুক্ত বাদশানলীর দাবি করছেন তিনি কিছুদিন আগে বিজয় নামের তাদের এক ওয়ারিশের কাছ থেকে নাকি কিছু জমি কিনেছেন। এটা যদি সত্যি হয়ে থাকে তবুও একজন মুসলিম হয়ে হিন্দুদের বসতবাড়ির ভেতরে জমি কিনতে যাওয়া অনৈতিক বলে আমি মনে করি। প্রাথমিক তদন্তে যতদূর জেনেছি, বাদশানলী ওই জমিতে জোরপূর্বক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন। সেখানে আদালতের স্থিতাবস্থা জারির আদেশও রয়েছে। সুতরাং যত ক্ষমতাশালীই হোক, কাউকে বেআইনি কাজের সুযোগ দেওয়া হবেনা। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মতামত লিখুন :