দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  07:48 PM, 19 October 2021

নিজস্ব প্রতিবেদকঃসম্প্রতি দেশব্যাপী সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সমন্বয় পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের একপর্যায়ে বৃষ্টি শুরু হলে অশ্বিনী কুমার হলের মধ্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নাজমুল হোসেন আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, অধ্যাপক নজরুল হক নীলু, নারী নেত্রী নূরজাহান বেগম ও কাজল ঘোষ প্রমুখ। বিভিন্ন সামাজিক সংগঠনও এই মানববন্ধন-সমাবেশে অংশগ্রহণ করে।

আপনার মতামত লিখুন :