আগৈলঝাড়ায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  07:44 PM, 19 October 2021

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিজয়া পুনর্মিলনী, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সনাতন বিদ্যার্থী পরিষদের আয়োজনে সোমবার সন্ধ্যায় রাজিহার ইউনিয়নের উত্তরসাজুরিয়া মন্দির আঙিনায় শচীন্দ্র্রনাথ জয়ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি সুনীল কুমার বাড়ৈ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক ড. কালিদাস ভক্ত।সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ এর প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধরের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং মাই টিভি’র প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক হায়াতুল্লাহ্।বক্তব্য রাখেন সুরঞ্জন মন্ডল, বাদল চন্দ্র মন্ডলসহ অন্যান্যরা। শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :