পানিসম্পদ মন্ত্রণালয়ের জরুরী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে পানিভবনে আসন্ন ‘বিজয় দিবস ২০২১’ কুচকাওয়াজ অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনীতে করণীয় বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এবং মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,
এমপি সভায় উপস্থিত থেকে নানা দিকনির্দেশনা প্রদান করেন। সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের নেতৃত্বে সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, যুগ্ম-সচিব আজাদুর রহমান মল্লিক, যুগ্ম-সচিব রেজাউল মোস্তফা কামাল, ওয়ারপো মহাপরিচালক মোঃ দেলওয়ার হোসেন, পাউবোর অতিরিক্ত মহাপরিচালক, প্রধান প্রকৌশলীসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।