বরিশালে স্কুল গেটে কাগজের বক্সে মোড়ানো নবজাতকের লাশ

বরিশালে স্কুল গেটে কাগজের বক্সে মোড়ানো নবজাতকের লাশ
বরিশালে স্কুল গেটে কাগজের বক্সে মোড়ানো নবজাতকের লাশ
বরিশাল নগরীর বান্দ রোর্ড রোডস্থ ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশদ্বারে ড্রেন থেকে কাগজের কার্টুনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে পরিচ্ছন্নতাকর্মীর সহায়তায় বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, ‘সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মালেক রাস্তার ময়লা আবর্জনা অপসারণ করছিলেন। এসময় ওই কার্টুনটি তার চোখে পড়ে। কার্টুন খুলে দেখতে পান ভেতরে মৃত নবজাতক।
বিষয়টি তিনি ওই স্থানে দায়িত্বে থাকা ট্রাফিক বিভাগের এটিএসআই কালামকে অবগত করলে তিনি কোতয়ালী মডেল থানায় খবর দেন।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, সোম অথবা মঙ্গলবার রাতে নবজাতকের মৃতদেহ কার্টুনে ভরে ফেলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।