নলছিটিতে ভেজাল বিরোধী অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  03:32 AM, 17 October 2021

নলছিটি প্রতিনিধিঃঝালকাঠির নলছিটি উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সাকিয়া সুলতানা এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঐ উপজেলায় ৫ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সাকিয়া সুলতানা জানান, পণ্যর মোড়ক ব্যাবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন এবং ওজনে কারচুপি করায় ফারুক স্টোরকে ৪ হাজার টাকা, আরিফ স্টোরকে ১ হাজার টাকা, মানিক স্টোরকে ৩০০০ টাকা, মিরাজ স্টোরকে ২ হাজার টাকা এবং দেলোয়ার স্টোরকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে সহায়তা করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ।

আপনার মতামত লিখুন :