খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  03:30 AM, 17 October 2021

নিজস্ব প্রতিবেদকঃবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেছে বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা (উত্তর) বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আওয়াল, জাহিদুল ইসলাম সমীর, ইকবাল হোসেন শামীম, যুগ্ম সম্পাদক রবিউল আওয়াল শাহিন, নিজামুর রহমান নিজাম, বিপ্লব হাওলাদার, আকতারুজ্জামন সাব্বির, তাজবির চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও উত্তর জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :