বরগুনায় জাতীয় ইঁদুর নিধন অভিযান

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  03:24 AM, 17 October 2021

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, প্রতিবছর কৃষকের উপার্জিত ফসল ইঁদুরে ক্ষেতে বসেই খেয়ে শেষ করে দিচ্ছে, পরিশ্রমের ফসল কৃষক ঘরে তুলতে পারছেনা, চিহ্নিত এই শত্রুকে বংশ বিস্তার রোধ সহ নিধন করতে কৃষকদের নিজেদের দেশীয় কৌশল কাজে লাগাতে হবে। আর উৎপাদিত ফসল শুধু নয়, আমাদের পারিবারিক সম্পদেরও ক্ষতি করছে এই ই্ঁদুর।

জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্হাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বদরুল আলম। আলোচনায় অংশ গ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াসুর রহমান,কৃষক সেলিম মিয়া প্রমুখ।

আপনার মতামত লিখুন :