নগরীতে বেপরোয়া অটোর ধাক্কায় গৃহপরিচারিকার মৃত্যু
নগরীতে বেপরোয়া অটোর ধাক্কায় গৃহপরিচারিকার মৃত্যু
নগরীতে বেপরোয়া ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা অটোরিকশাটি আটক করতে পারলেও পালিয়ে গেছে ঘাতক চালক।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর সাগরী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম নলছিটি উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, ‘মনোয়ারা বেগম নামের ওই নারী বরিশাল নগরীতে ঘুরেফিরে বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।
শুক্রবার সাগরদী এলাকায় একটি বাসায় গৃহপরিচারিকার কাজ শেষে করে ফিরছিলেন তিনি। সাগরদী ব্রিজ সংলগ্ন সড়কে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানিয়েছেন, ‘ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে। তবে অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাছাড়া এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিন্তু এ ঘটনায় কোন অভিযোগ না করে স্বজনরা আইনী প্রক্রিয়ায় মৃতদেহ নিয়ে গেছে।