মন্ডপে হামলার প্রতিবাদে বরিশালে সমাবেশ

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  02:11 AM, 15 October 2021

নিজস্ব প্রতিবেদকঃ ধর্মীয় উগ্রতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে স্বোচ্চার হওয়ার আহবান জানিয়ে কুমিল্লা ও চাঁদপুরে পূজা মন্ডপে হামলার ঘটনায় বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রগতিশীল নাগরিক সমাজের ব্যানারে নগরীর সদররোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ’র মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল দাশ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরন, বাসদ’র মহানগর আহবায়ক ইমরান হাবীব রুমন, ছাত্র ফ্রন্টের প্রচার সম্পাদক বিজন সিকদার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাহুল দাশ প্রমুখ। বক্তারা বলেন, যারা সম্প্রীতি বিনষ্ট করে ধর্মীয় উস্কানী দিয়ে সাম্প্রদায়িক সৃষ্টি করতে চায় তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে।

আপনার মতামত লিখুন :