সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা- এমপি শাওন

ভোলা প্রতিনিধিঃলালমোহন তজুমুদ্দিন আসনের মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল।
১২ অক্টোবর সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, ধর্মীয় উৎসব সকলে নিজেদের মত করে পালন করবেন।অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,লড়ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাসেম মিয়া, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।