ঝালকাঠিতে পূজা মন্ডপ পরিদর্শনে ডিআইজি

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  02:40 AM, 13 October 2021

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠিতে মহাসপ্তমীতে মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের ঢল নেমেছে। সব বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে। জেলার ১৭১টি মন্ডপে ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ।

উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্র। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা।এদিকে ঝালকাঠিতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সোমবার রাতে তিনি ঝালকাঠি শহরের বাগানবাড়ি, মদন মোহন আখড়া বাড়ি ও কালীবাড়ি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকারসহ হিন্দু ধর্মীয় নেতার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :