আমি ২৪ ঘন্টাই জনগণের কথা চিন্তা করি -মেয়র সাদিক

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন,আমি বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার পর থেকে ঘুম থেকে উঠে এবং ঘুমানোর আগ পর্যন্ত বলতে গেলে ২৪ ঘন্টাই জনগনের জন্য চিন্তা করি। কারণ আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্বের ওজনটা অনেক বেশি।
সোমবার (১১ই অক্টোবর ) নগর ভবন চত্বরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২৫০ জনকে ৩০ লাখ টাকার সহায়তার জন্য অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মেয়র বলেন,আমার কোনো পারসোনাল লাইফ নেই। আপনারা দেখেছেন হয়তো, আমি আমার পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারিনা। মাঝে মধ্যে তারা আসলেও তাদেরকে একটু সময় দিতে পারিনা আমি। মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থার যায়গায় আমাকে বসিয়েছেন। আমি সেই আস্থা বজায় রেখে সততার ও নিষ্ঠার সাথে পালনের চেস্টা করছি। বরিশাল সিটি কর্পোরেশনকে কে কত নাম্বার দেয় তাতে কিছু আসে যায়না।
আপনারা দেখেন পাঁচ বছরের গ্যরান্টি দিয়ে রাস্তার যে থিমটি আমি শুরু করেছি এই থিম অনুসারে যদি বাংলাদেশের প্রতিটি ডিপার্টমেন্ট যেমন রোডস,এলজিইডি এবং বাংলাদেশের প্রতিটি সিটি কর্পোরেশন যদি এই থিমে কাজ করতো তাহলে প্রতি বছর সরকারের হাজার হাজার কোটি টাকা সেইভ হতো। তবে এগুলো শুনতে অন্যরক মনে হতে পারে কিন্তু এখান থেকেই অনেকটা দুর্নীতি দমন করা সম্ভব। তারপরেও বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনকে যে অবস্থানে এনেছি প্রতিটি মানুষের স্বীকার করতে বাধ্য হবে যে, স্বচ্ছতার দিক দিয়ে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন নাম্বার ওয়ান।
তিনি আরও বলেন, সবকিছুর পরেও আমার বিচার বাংলাদেশের সকল জনগন করবেনা।আমি ভালো কাজ করি নাকি খারাপ কাজ করি সেইটার বিচার করবে আমার সিটি কর্পোরেশনের প্রতিটি নাগরিক। কে কি বল্লো তাতে কিছু আসে যায়না মেয়র হয়েও বরিশালের মানুষের পাশে ছিলাম আছি এবং মেয়র না থাকলেও মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু,সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক প্রমুখ।