দ্বিতীয় ধাপে বরিশালে নৌকার মাঝি হলেন যারা
অনলাইন ডেস্কঃ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকা বিভাগের পাঁচ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের সংশ্লিষ্ট দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার (৯ অক্টোবর) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা হয়। সভায় ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। এ ছাড়া আজ রবিবার ও আগামীকাল সোমবার আবারও মনোনয়ন বোর্ডের সভা হবে। সভায় চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।বরগুনা জেলা সদর উপজেলার এমবালিয়াতলীতে মো. নাজমুল ইসলাম ।পটুয়াখালী জেলা সদরে লোহালিয়ায় মো. কবির হোসেন, আউলিয়াপুরে মো. হুমায়ুন কবির, মরিচবুনিয়ায় মো. আসাদুল ইসলাম, মাদারবুনিয়ায় মো. আমিনুল ইসলাম মাসুম, ছোটবিঘাইয়ে মো. আলতাফ হোসাইন হাওলাদার, বদরপুরে তানজিন নাহার সোনিয়া, বড়বিঘাইয়ে মো. ওয়াহিদুজ্জামান, বাউফল উপজেলার নওমালায় মো. কামাল হোসেন, সূর্যমনিতে মো. আনোয়ার হোসেন,
দশমিনা উপজেলার দশমিনায় ইকবাল মাহামুদ, বেতাগী সানকিপুরে মো. মসিউর রহমান, কলাগাছিয়ায় মো. দুলাল চৌধুরী, বকুলবাড়িয়া আবু জাফর খান, গজালিয়ায় মো. খালিদুল ইসলাম, ডাকুয়ায় বিশ্বজিৎ রায়, গলাচিপায় মো. জাহাঙ্গীর হোসেন টুটু, পানপট্টিতে আবুল কালাম, চরকাজলে মো. সাইদুর রহমান, চরবিশ্বাসে মো. তোফাজ্জেল হোসাইন বাবুল।ভোলা জেলার দৌলতখান উপজেলঅর মদনপুরে এ কে এম নাছির উদ্দিন, মেদুয়ায় মো. মনজুর আলম, চরপাতায় কাজল ইসলাম তালুকদার, উত্তর জয়নগরে মো. বশির, দক্ষিণ জয়নগরে মো. আলমগীর হাং, চরখলিফায় মো. শামীম হোসেন, ভবানীপুরে মো. গোলাম নবী।
বরিশাল জেলা সদরের রায়পাশা কড়াপুরে আহম্মদ শাহরিয়ার, শায়েস্তাবাদে আরিফুজ্জামান মুন্না, চরমোনাইয়ে মো. নুরুল ইসলাম, চরকাউয়ায় মো. মনিরুল ইসলাম চাঁদপুরায় মো. হেলাল উদ্দীন খান, চন্দ্রমোহনে এস এম মতিউর রহমান, আগৈলঝাড়া উপজেলার রাজিহারে মো. ইলিয়াস তালুকদার, বাকালে বিপুল দাস, বাগদায় আমিনুল ইসলাম বাবুল, গৈলায় মো. শফিকুল হোসেন, রত্নপুরে গোলাম মোস্তফা সরদার, বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠীতে মো. আনোয়ার হোসেন মৃধা, পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটে মো. কামরুজ্জামান শাওন, পত্তাশীতে হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন, ইন্দুরকানীতে মো. মোবারক আলী হাওলাদার, পিরোজপুর সদরের দূর্গাপুরে রামপ্রসাদ রায়, শংকরপাশায় তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, নাজিরপুর উপজেলার শাখারীকাঠীতে শেখ আখতারুজ্জামান, শ্রীরামকাঠীতে উত্তর কুমার মৈত্রী চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।