NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  12:50 AM, 10 October 2021

অনলাইন ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী।

শনিবার (৯ অক্টোবর) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে পূজা পরিষদ আয়োজিত বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির মাঝে আমাদের বসবাস। পূজা অনুষ্ঠানে কোনও ধরনের সহিংসতা বরদাশত করা হবে না।

একটা ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই। অনুষ্ঠানে ১১৮টি পূজা মণ্ডপের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান (৫০০ কেজি করে চাল), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নিজস্ব তহবিলের অনুদান, জেলা পরিষদের অনুদান ও হিন্দু কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ করেন রেজাউল করিম।

আপনার মতামত লিখুন :