জামিন পেল না শাহরুখপুত্র আরিয়ান
শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সহ অন্যান্যদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই শাহরুখ নিযুক্ত আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন।
শুক্রবার সকালে জামিন আবেদনের শুনানির সময় এনসিবি এই জামিন নিয়ে বিরোধিতা করে এবং এনসিবি জানায় যে আরিয়ান খান প্রভাবশালী ব্যক্তি ও জামিনে মুক্ত হওয়ার পর মাদক কাণ্ডের প্রমাণ নষ্ট করতে পারেন। আদালত এরপরই আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন না মঞ্জুর করেন।
তবে এই তিনজন ফের বিশেষ এনডিপিএস আদালতে জামিনের আবেদন করতে পারেন। আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে জামিনের আবেদন খারিজের বিরোধিতা করে বলেন, ‘শুধুমাত্র আমার মক্কেল ধনী পরিবারের অন্তর্ভুক্ত বলে এটা বলা যাবে না যে তিনি প্রমাণ নষ্ট করতে পারেন। কোন প্রভাব তিনি ব্যবহার করবেন? তিনি ৬-৭দিন ভুক্তভোগী। মানুষ আরও গুরুতর অপরাধ করে চারদিকে ঘুরে বেড়ায়। আমার মক্কেল নিশ্চয়ই তাদের মতো নয়’।
হোয়াটসঅ্যাপে যে কথোপকথনের জেরে আরিয়ানকে মাদকাসক্ত বলে সন্দেহ করা হচ্ছে, তা নেহাতই ‘নির্দোষ’ ফুটবল নিয়ে ছিল বলে দাবি করলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।
কিন্তু সরকারী আইনজীবী অনিল সিংহ মনে করছেন, ফুটবল নয়, সাংকেতিক ভাষায় কোনও মাদক চক্রের সঙ্গে কথোপকথন চালাতেন আরিয়ান। সেই বিষয়টি আরও খতিয়ে দেখতেই তাঁকে নিজেদের হেফাজতে চেয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
বৃহস্পতিবারই এনসিবি আরিয়ান খানকে নিজেদের হেফাজতে আরও কিছুদিন রাখতে চাওযার আবেদন জানিয়েছিল কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আরিয়ান সহ অন্যান্যদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে শাহরুখ পুত্রকে মুম্বাইয়ের আর্থুর জেলে রাখা হবে।
গত শনিবার মুম্বই থেকে গোয়ামুখী এক প্রমোদতরীর পার্টি থেকে আটক করা হয় আরিয়ান-সহ আরও কয়েকজনকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন শাহরুখ-পুত্র। আরিয়ানের দুই সঙ্গী মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টকেও গ্রেফতার করে ভারতের এনসিবি।
শনিবারই মুম্বাই উপকূল থেকে গোয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কর্ডিলিয়া ক্রুজ শিপের। যার ভেতরে চলছিল তিনদিনের রেভ পার্টি। সেখানেই আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল আরিয়ান খানকে। এনসিবি জানতে পারে যে এই রেভ পার্টিতেই নিষিদ্ধ মাদকের ব্যবহার হচ্ছে। এরপরই এনসিবি সেই ক্রুজে তল্লাশি অভিযান চালায় এবং অতিথিদের কাছ থেকে একাধিক মাদক উদ্ধার করে। প্রথমে শাহরুখ পুত্র আরিয়ান খানকে এনসিবি আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ১৬ ঘণ্টা পরে রবিবার তাকে গ্রেফতার করে এনসিবি।
এরপর সোমবার মুম্বাইয়ের একটি আদালত আরিয়ানের জামিনাবেদন প্রত্যাখ্যান করে এবং বৃহস্পতিবার পর্যন্ত রিমান্ড হেফাজতে পাঠিয়ে দেয়, যদিও আদালতে তার আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, আরিয়ান ক্রুজ জাহাজে একজন বিশেষ আমন্ত্রিত ছিলেন এবং তাই ‘এই মামলায় তাকে পুরো অভিযুক্ত করা যাবে না’।
এরপর বৃহস্পতিবারও জামিন পাননি আরিয়ান খান। তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আইনজীবীর দাবি মতো আরিয়ান-সহ বাকিদের তাদের হেফাজতে রাখার আর্জি খারিজ করে দেয় আদালত। বিচারপতি দাবি করেন, এনসিবি তদন্তকারীরা তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য যথেষ্ট সময় পেয়েছেন। এর পরেই আরিয়ানদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। সঙ্গে সঙ্গে আরিয়ানদের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ নিযুক্ত আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হয় আজ শুক্রবার সকাল ১১টায়।