‘আই কুইট ফর এভার’ স্ট্যাটাসের পর বেরোবি ছাত্রের মরদেহ উদ্ধার
ফেসবুকে ‘আই কুইট ফর এভার’ স্ট্যাটাস দেওয়ার পর তানভীর আলম তুষার (২৫) নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার রাত ৩টার দিকে ফেসবুকে স্ট্যাটাসটি দেন তিনি। এরপর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
তুষারের বাসা রংপুর নগরীর সাহেবগঞ্জ তিন মাথার মোড় এলাকায়। ব্যবসায়ী মহসিন আলীর একমাত্র ছেলে তিনি। পড়তেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় ঘুম থেকে না উঠায় চাচাতো ভাই সাব্বির আলম ঘরের সামনে এসে তুষারকে ডাকতে থাকেন। সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে ঢুকে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন, ছেলেটির সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়েছিল বলে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।