‘বিগ বস’র নতুন সিজনে সালমানের রেকর্ড পারিশ্রমিক

আজ শনিবার থেকে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বিগ বস’র সিজন-১৫। বলিউড ‘ভাইজান’ খ্যাত সালমান খানের উপস্থাপনায় ভারতীয় সময় রাত সাড়ে নয়টায় শুরু হচ্ছে জনপ্রিয় এই রিয়েলিটি শো।
নতুন সিজনের জন্য সালমান খানকে পারিশ্রমিক দিতে হচ্ছে ৩০০ কোটি রূপী। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বস-১৫ সিজনের প্রতিযোগী তালিকায় কাদের দেখা যাবে তা নিয়ে চলছে নানা কথা। টিজারে অভিনেতা করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, সিম্বা নাগপাল এবং আফসানা খানকে দেখা গিয়েছিল।
এদিকে বিগ বস ওটিটি’র প্রতিযোগী প্রতীক সেহজপাল নতুন সিজনের প্রথম কনফার্ম প্রতিযোগী। এছাড়াও শমিতা শেট্টি ও নিশান্ত ভাটকে দেখা যাবে সিজন ১৫-তে। রিয়া চক্রবর্তীও বিগ বসে অংশ নিতে পারেন বলে জানা গেছে।
আগামী ৫ মাস ধরে চলবে এই অনুষ্ঠানটি।