বাকেরগঞ্জের হাইক্কা ডাকাত গ্রেফতার
বরিশালের বাকেরগঞ্জের আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হাকিম ওরফে হাইক্কা ডাকাতকে ( ৪২) গোয়েন্দা পুলিশের পোষাক, হাতকড়া এবং ওয়াকিটকিসহ ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে ঢাকার সেগুনবাগিচায় ডিবির পোষাক এবং ওয়াকিটকিসহ তাকে গ্রেফতার করে গাজীপুর মহানগর পুলিশ।
হাকিমের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানার দুটি মামলায় আদালতের দণ্ডাদেশ এবং আরও ৬টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন। গাজীপুরে একটি মামলায় হাকিম বর্তমানে সেখানে পুলিশ রিমান্ডে রয়েছে বলে তিনি জানান।