দৈনিক আয় ১০০২ কোটি, এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ভারতের আদানি

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  01:53 PM, 01 October 2021

দৈনিক আয় ১০০২ কোটি, এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ভারতের আদানি
করোনার মধ্যেই গত এক বছরে ভারতের শিল্পপতি গৌতম আদানি এবং তার পরিবার দৈনিক আয় করেছেন এক হাজার দুই কোটি ভারতীয় টাকা। এ সময় তার অর্থ বেড়েছে ২৬১ শতাংশ। ১ লাখ ৪০ হাজার ২০০ কোটি টাকা থেকে বেড়ে ৫ লাখ ৫ হাজার ৯শ কোটি টাকায় দাঁড়িয়েছে তার সম্পত্তির পরিমাণ।

এতে আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়ার প্রকাশিত ২০২১-এর বিত্তবানদের তালিকায় আদানি এখন এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী পরিবার। প্রথম স্থান অবশ্য রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানীরই দখলে।

৬৪ বছর বয়সী এই শিল্পপতির কাছে অবশ্য এক নম্বরে থাকাটা একপ্রকার ডালভাতের মতোন। এ নিয়ে টানা দশ বছর এশিয়ার শ্রেষ্ঠ ধনীর শিরোপা ধরে রেখেন তিনি। এশিয়ার ধনীদের তালিকায় তৃতীয় স্থানে আছেন চীন বিশিষ্ট ব্যবসায়ী ঝং শানশান।

আপনার মতামত লিখুন :