তথ্য অধিকার আইন বাস্তবায়নে বরিশাল জেলা প্রশাসকের দ্বিতীয় স্থান অর্জিত
তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য প্রদানে জেলা কার্যালয়ের ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অধিকারী হিসেবে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের হাতে এ পুরুস্কার তুলে দেয়া হয়।
“তথ্য আমার অধিকার, জানতে হবে সবার” এই স্লোগান নিয়ে গত ২৮ সেপ্টেম্বর সারাদেশব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। ঢাকাস্থ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবদান রাখার উপর পুরস্কার বিতরণ করা হয়। সেখানে তথ্য অধিকার বাস্তবায়নে তথ্য প্রদানে জেলা কার্যালয়ের ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয়ের পুরস্কার গ্রহণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এবং বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি এর উপস্থিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন ও অনুষ্ঠানের সভাপতি প্রধান তথ্য কমিশনার তথ্য কমিশন মরতুজা আহমদ।