নগরীতে মুদি দোকানির বাসা থেকে সরকারি চাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ভাটারখাল এলাকা থেকে সরকারি ২ বস্তা চালসহ এক মুদি দোকানিকে আটক করা হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে পুলিশ চালগুলো উদ্ধার করে।আটক হওয়া মুদি ব্যবসায়ী ভাটারখাল এলাকার বাসিন্দা মোশারফ বেপারী।
কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, স্থানীয়রা খাদ্য অধিদপ্তরের দুটি চালের বস্তা মোশারফের ঘরে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে চালের বস্তা দুটি উদ্ধার করে। পুলিশ জানায়, চালের বস্তা দুটি মোশারফের বাসায় কীভাবে আসল তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়ায় যায়নি।
তবে মোশারফ দাবি করছে, তার বাসার পেছনে কেউ চালগুলো রেখে গেছে। ঘটনার পরে জিজ্ঞাসাবাদের জন্য মোশারফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’