বাউফলে খাল দখল করে আ’লীগ অফিস
বাউফল প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজার খাল দখলের পর আওয়ামী লীগ অফিস নির্মাণ করা হয়েছে। এক সময় এই খালে বিভিন্ন ধরনের নৌকা নোঙর করে কালিশুরী বাজার থেকে যাত্রী ও পণ্য উঠানামা করা হতো। কিন্তু এখন আর সেই অবস্থা নেই।
সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, খালটির পূর্বপ্রান্তে দখল করে নির্মাণ করা হয়েছে কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস। আর অপরপ্রান্তে বাঁধ দিয়ে একাধিক বাড়িতে প্রবেশপথ তৈরি করেছেন এলাকাবাসী। অব্যাহত দখল আর দূষণের কারণে কালিশুরী বাজার খালটি মরে যাওয়ার উপক্রম হয়েছে।
কালিশুরী থেকে ধুলিয়া ইউনিয়নে যেতে যে সড়কটি নির্মাণ করা হয়েছে সেখানেও কোনো কালভার্ট নির্মাণ না করায় খালটি মরে যাওয়ার অন্যতম কারণ। খালটি মরে যাওয়ায় কালিশুরী বাজারের উত্তর মাথায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, সম্প্রতি গুরুত্বপূর্ণ খালটি দখল করার পর আওয়ামী লীগ অফিস নির্মাণ করা হয়। এরপরই এলাকাবাসী খালটি দখল উৎসবে মেতে ওঠেন।
কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার বলেন, খালটির কিছু অংশে আওয়ামী লীগ অফিস নির্মাণ করা হয়েছে। বাকিটা রেকর্ডীয় সম্পত্তি। তাছাড়া খাল দখল করে দলীয় অফিস নির্মাণ করাটা দোষের কিছু নয়। জনগণের কল্যাণেই অফিস ব্যবহার হচ্ছে।
কালিশুরী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল জব্বার আকন বলেন, শিগগিরই কালিশুরী বাজার খাল থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পদক্ষেপ নেওয়া হবে।