বরিশালে অসহায়দের মাঝে ২ লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  12:12 AM, 28 September 2021

নিজস্ব প্রতিবেদকঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে সরকার।

তারি ধারাবাহিকতায় আজ ২৭ সেপ্টেম্বর দুপুর ১২ টার জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরীকৃত অনুদানের ৩০ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ২ লাখ ২৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ চীফ বরিশাল এএইচ তৌফিক আহমেদ, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৩০ জন দুঃস্থ অসহায় মানুষের মাঝে ২ লক্ষ ২৬ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :