বরিশালে জমি দখলে বাধা দেয়ায় ২ জনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: বরিশালে মৃত ভাইয়ের জমি দখলের বাধা দেয়ার ভাইয়ের স্ত্রী ও ছেলেকে মারধর করে জখমের অভিযোগ উঠেছে আপন চাচাদের বিরুদ্ধে।
গত ১৫ ফেব্রুয়ারী নগরীর ৭ নং ওয়ার্ড ভটিখানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল বিজ্ঞ মেট্রপলিটন মেজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই এলাকার আলী আক্কাস, ফারুক হাওলাদার, মাসুম হাওলাদার, কোহিনুর বেগম সহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে জোরপূর্বকভাবে মৃত. আইয়ূব আলী হাওলাদারের ছেলে রিমন হাওলাদার এর পৈত্রিক সম্পত্তি দখল করার পায়তারা করে আসছে। ঘটনার দিন দুপুরে আসামীরা রিমনের বসত ঘরের সামনে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে এর প্রতিবাদ করলে তারা রিমনকে মারধর শুরু করেন। এসময় মাসুম হাওলাদার তার হাতে থাকা রামদা দিয়ে রিপনকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে সে হাত দিয়ে ঠেকালে তার হাত কেটে গুরুতর যখম হয়। এছাড়া কোহিনুর বেগম তার হাতে থাকা রড দিয়ে রিমনকে পিটিয়ে মারাত্মকভাবে যখম করে। তার ডাকচিৎকারে তার মা ফিরোজা বেগম এগিয়ে আসলে তাকেও কোপ দিয়ে মাথায় গুরুতর জখম করে আসামীরা। এছাড়া ৮ নং আসামী রিনা বেগম রিমনের মায়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
এদিকে মামলা দায়ের ৫ দিন পেরিয়ে গেলেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আহত রিমন ও তার পরিবারকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এবিষয়ে কাউনিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান জানান, মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন আনুগ ব্যবস্থা নেয়া হবে।