বরিশালে গাঁজাসহ আটক ১
নিয়াজ শেখঃ বরিশালে প্রাইভেট ইউনিভার্সিটির এক ছাত্রকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বরিশাল নগরীর আমানতগঞ্জ ডায়াবেটিস পার্কের মধ্য থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় অপর এক আসামি পালিয়ে যায় বলে জানা যায়।
গ্রেফতারকৃত হলেন- নগরীর আমানতগঞ্জ ডায়াবেটিস পার্কের পাশে পীর সাহেবের গলির বাসিন্দা সেরনিয়াবাত ফেরদাউস ইসলামের পুত্র এসএম অমি (২৬) এবং পলাতক আসামি হলেন- ৫নং ওয়ার্ড পলাশপুর ব্রিজের ঢালের বাসিন্দা জামাল উদ্দিন হাওলাদারের পুত্র মো: নাইম হাওলাদার (২৪)।
কোতোয়ালি মডেল থানার এসআই রাকিব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে নয়টায় নগরীর আমানতগঞ্জ ডায়াবেটিস পার্কের মধ্যে অভিযান চালিয়ে এসএম অমির দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।এসময় পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসার সহযোগি নাইম পালিয়ে যায়।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান,গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে বলেন এবং নাইমে সহযোগিতায় ঐস্থানে মাদক বিক্রির করতে আসে বলে জানায়।দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার একজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।আর পলাতকের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।