পানি সংকট-শৌচাগারের দুর্গন্ধে অতিষ্ঠ রোগীরা

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  03:56 PM, 19 August 2023

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইদিন ধরে পানি সংকট দেখা দিয়েছে। এতে করে শৌচাগার থেকে ভেসে আসা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগীরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার ( ১৯ আগস্ট) কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে হাসপাতালের সব ওয়ার্ডের ট্যাপ থেকে পানি পড়া বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পরেন রোগী ও স্বজনরা। অনেকেই হাসপাতালের বাইরে থেকে পানি কিনে জরুরি কাজ সারছেন। তবে আজ দুপুরে মহিলা ওয়ার্ডে এবং কেবিনের ট্যাপ থেকে ধীর গতিতে পানি আসতে শুরু করে। তবে এখনও পানি নেই ডেঙ্গু ওয়ার্ড ও পুরুষ ওয়ার্ডে। হাসপাতালে সৃষ্টি হয়েছে এক অস্বস্তিকর পরিবেশ।

পুরুষ ওয়ার্ডের ভর্তি রোগী মহিপুরের আতোয়া সরদার জানান, বৃহস্পতিবার ১১টার দিকে পানি চলে যায়। তাই এখন বাধ্য হয়ে বাইরে থেকে পানি কিনে এতে কোনো রকম চলছি। বর্তমানে শৌচাগার থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে আরও অস্বস্থিবোধ করছি।

ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশু আবদুল্লার (৭) মা তাহেরা বেগম বলেন, বুধবার ছেলেকে হাসপাতালে ভর্তি করাই। তবে হাসপাতালের শৌচাগার থেকে ভেসে আসা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছি। একই অভিযোগ হাসপাতালে ভর্তি থাকা অন্য সব রোগীদেরও।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার বলেন, পানির পাম্পে সমস্যা দেখা দিয়েছে। এরই মধ্যে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে পানির যে সমস্যা দেখা দিয়েছে সেটা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :