বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেবাচিম ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলাদেশ ছাত্রলীগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা।
রাত ১২ টা ১ মিনিটে দিনটির প্রথম প্রহরে ক্যাম্পাস প্রাঙ্গণে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএমএ এর সেন্ট্রাল কাউন্সিলর আউটডোর ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা: সৌরভ সুতার, বিএমএ এর সেন্ট্রাল কাউন্সিলর আউটডোর ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা: নুরুন্নবী তুহিন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও বরিশাল বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা: মাসরেফুল ইসলাম সৈকত, ডা: খান হেদায়েতুজ্জামান অর্নব, ডা: তূর্য অধিকারী, ডা: আশিক আহমেদ পাভেল, ডা: তারেকুজ্জামান সুমন প্রমুখ।
এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে পঞ্চম বর্ষের ইহসানুল মুহসিন বিভা, প্রীতম দেবনাথ, মাহিউর রহমান, রিশাদ ইসলাম, আবিদুজ্জামান দিহান, নাজমুল হাসান সোহান, এহসান শাহরিয়া, সৌরভ দাস, আলি আহসান, সাগর হোসেন সহ অন্যান্যরা।