আমতলীতে বরগুনার জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  11:37 PM, 16 August 2023
dav

বরগুনার নবাগত জেলা প্রশাসক মুহা: রফিকুল ইসলাম বুধবার সকাল সাড়ে ১১ টায় আমতলীতে বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। উপজেল প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশ্রফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মুহা: রফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের, ওসি তদন্ত মো. আমির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন শানু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, চেয়ারম্যান সমিতির সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহম্মেদ আহম্মেদ মাসুম তালুকদার, এ্যাডভোকে মনিরুল ইসলাম মনি, সোহেলী পারভনি মালা, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, রফিকুল ইসলাম রিপন, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, রিপোর্টাস ইউনিটির সভাপতি হায়তুজ্জামান মিরাজ ও উপজেলা প্রেসক্লাবের সম্পাদক আবু সাঈদ খোকন প্রমুখ। সভা শেষে জেলা প্রশাসক যুব উন্নয়ন অধিদপ্তরের ৫জনকে ২লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণ গাছের চারা বিতরন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করন ও চাগল এবং ছাগল পালনের খবারসহ ওসুধ বিতরন করেন। পরে জেলা প্রশাসক বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন এনএসএস আয়োজনে ২৫৯৩ জন হতদরিদ্র শিশুর মাঝে শিক্ষা উপকরন বিতরনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা। জেলা প্রশাসক মুহা: রফিকুল ইসলাম হতদরিদ্র শিশুদের হাতে বালতি ২টি, সাবান ২টি, বিছানা চাদর ১টি, কাপর ধেঅয়া গুরা সাবান ১ প্যাকে, কলম ১২টি, পড়ার টেবিল ১টি ও রংপেন্সিল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন শানু, চাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহসীন, নাগরিক ফোরামে (অব:) অধ্যাপক আনোয়ার আকন ও আবুল হোসেন বিশ্বাস, আমতলী প্রেসক্লাবের সভাপতি খায়রুল বাশার বুলবুল ও সম্পাদক মনিরুজ্জামান সুমন প্রমুখ।

আপনার মতামত লিখুন :