পাথরঘাটায় খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বরগুনার পাথরঘাটায় উপজেলার কাকচিড়া বাজার সংলগ্ন একটি খাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) সকালে এলাকার কয়েকজন লোক খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন।
পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর পরিচয় জানা না গেলে ওই এলাকার কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিষয়টি পোস্ট করেন। এ ঘটনার তিন ঘণ্টা পর ফেসবুকে দেখে তার স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। তার নাম নজরুল ইসলাম (৬৫), পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামে তার বাড়ি।
রায়হানপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান মাইনুল ইসলাম বলেন, আজ সকালে স্থানীয়রা কাকচিড়া বাজার সংলগ্ন খালে নৌ পুলিশের জেটি সংলগ্ন একটি মরদেহ ভাসতে দেখে প্রথমে স্থানীয় ইউপি সদস্যকে জানায়। তাৎক্ষণিক আমি বিষয়টি কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ি ও পাথরঘাটা থানায় জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই ব্যক্তি এলাকায় ভিক্ষা করতেন বলে এলাকার লোকজন দেখেছে।
পাথরঘাটা থানা উপ পুলিশ পরিদর্শক (এসআই) আ. জলিল বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তার ছেলে ফোরকান বাবার মরদেহ শনাক্ত করেন।