বেতাগীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যভাবে জাতীয় শোক দিবস পালিত

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  11:22 PM, 16 August 2023

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজ।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, বেতাগী পৌরসভার পক্ষে মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, বেতাগী থানার পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মোতালেব সিকদার, উপজেলা ভূমি অফিসের পক্ষে সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বেতাগী সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বেতাগী সাব জোনাল অফিস, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ, বেতাগী সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বেতাগী টেকনিক্যাল কলেজ, বেতাগী প্রেসক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, উপজেলা কৃষক লীগ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, বেতাগী ফায়ার সার্ভিস, উপজেলা যুব রেড ক্রিসেন্ট, উপজেলা এনসিটিএফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাই নেসারী। সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা শেষে শোক দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ১২ টায় বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত ৩৪৫ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নাসিম ফেরদৌসী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল ডাক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহাসিন ফয়সাল অপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাদিসুর রহমান পান্না, উপজেলা যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম লিটনসহ আরো অনেকে। পরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি দপ্তর ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে টাঙানো হয়।

আপনার মতামত লিখুন :